এক নজরে গাংনী
ইউনিয়ন পরিষদের নামঃ 5নং গাংনী ইউনিয়ন পরিষদ, উপজেলাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা। স্থাপিত ১৯৬৫ খ্রিঃ |
ইউনিয়ন পরিষদের সংক্ষিপ্ত পরিচিতিঃ চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলা সদর হতে প্রায় ১৫ কিঃমিঃ উত্তর পশ্চিম দিকে মাথাভাঙ্গা নদী পরিবেষ্ঠিত ৫নং গাংনী ইউনিয়ন পরিষদ অবস্থিত। ইহার পূর্ব ও দক্ষিণ দিকে আলমডাঙ্গা উপজেলা’র বাড়াদী ইউনিয়ন, পশ্চিমে চিৎলা ইউনিয়ন, উত্তর পশ্চিমে মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলা।
১। ইউনিয়ন কোড নং: 39
২। মোট আয়তনঃ ৬৪৩৯ (একর), মৌজাঃ১০ টি, গ্রামের সংখ্যাঃ ১৩ টি, ওয়ার্ডঃ ৯টি।
৩। ওয়ার্ডওয়ারী গ্রামের বিবরণঃ১নং ওয়ার্ড মোচাইনগর ২নং ওয়ার্ড -শালিকা, ৩নং ওয়ার্ড -নান্দাবার, আসমাসখালী,
৪নং ওয়ার্ড - বড়গাংনী আংশিক, ছোটগাংনী, কানাইনগর, ৫নং ওয়ার্ড -বড়গাংনী আংশিক, ৬নং ওয়ার্ড -বড়গাংনী আংশিক ও কানাইনগর,
৭নং ওয়ার্ড -নিমতলা ও ফুলবগাদী, ৮নং ওয়ার্ড -সাহেবপুর ও বন্দরভিটা, ৯নং ওয়ার্ড -রামনগর,
৪। মোট বাড়ীর সংখ্যাঃ৫৬৯০ টি, পাকা -১৪৯০ টি, অর্ধপাকা - ১৭৮০ টি, কাঁচা -২৪২০ টি।
৫। মোট জনসংখ্যাঃ ১৯০৪০ জন; (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
পুরুষঃ 10502 জন, মহিলাঃ 11196 জন।
৬। মোট ভোটার সংখ্যাঃ- ............... জন;
পুরুষঃ- ............ জন, মহিলাঃ- ........................ জন।
৭। শিক্ষা সংক্রান্তঃ
,প্রাথমিক বিদ্যালয়- ০৮ টি, মাধ্যমিক বিদ্যালয়- ৩টি,
নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি, কিন্ডার গার্টেনঃ ২টি, মাদ্রাসাঃ ৪টি।
৮। শিক্ষার হারঃ ৪০.৪%; পুরুষ -৪০.৯%, মহিলা -৩৯.৮%।
৯। খেলাধুলা সংক্রান্তঃ খেলার মাঠ - ১১টি, ক্লাব - ৭টি।
১০। স্বাস্থ্য সংক্রান্তঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -১টি, কমিউিনিটি ক্লিনিক -৩টি।
১১। জন-স্বাস্থ্য সংক্রান্তঃ নলকূপের সংখ্যা -১৭৮০, স্বাস্থ্যসম্মত পায়খানা -৩৫৯০, রিং স্লাব পায়খানা -১৭৮৫, গর্ত পায়খানা -৩১৫।
স্যানিটেশন পদ্ধতিঃ ৭৫%।
১২। যোগাযোগঃ মোট রাস্তা -৫২ কিঃমিঃ, পাকা-১৯ কিঃমিঃ, আধা পাকা-২ কিঃমিঃ, কাঁচা-৩১ কিঃমিঃ, ব্রীজ -৯টি,কালভার্ট-২৩ টি।
১৩। কৃষি সংক্রান্তঃ মোট জমির পরিমান -২৮০০ হেঃ, মোট আবাদী জমির পরিমান -২২৭৬ হেঃ, অনাবাদী জমির পরিমান - ৫২৪ হেঃ,
সেঁচের আওতাধীন জমির পরিমান- ২১৯৭ হেঃ, গভীর নলকূপ (বিদুৎ চালিত) -৩টি, অগভীর নলকূপ (বিদুৎ চালিত) - ৯৯টি, অগভীর
নলকূপ (ডিজেল চালিত) - ৮৪০টি।
১৪। অর্থকরী ফসলঃ ধান, পান, তামাক, পাট, ভূট্টা, গম, সরিষা, কলা, সবজি ও ডাল জাতীয় ফসল।
১৫। শিল্প প্রতিষ্ঠান সংক্রান্তঃ বৃহৎ ও মাঝারী শিল্প নাই, ক্ষুদ্র শিল্প -১৬টি। (‘স’ মিল-৪টি, রাইস মিল-৮টি, ইট ভাটা-৪টি),কুটির শিল্পঃ বাঁশ
বেত,চামড়ার কাজ ও মিষ্টি তৈরীর কাজ করেন প্রায় ১৭টি পরিবার।
১৬। হাটবাজার সংক্রান্তঃমোট বাজারের সংখ্যা -৭টি, নিবন্ধনকৃত -৩টি, অনিবন্ধনকৃত -৪টি।
১৭। মোট খোয়াড়ের সংখ্যাঃ ৮টি।
১৮। নদী - জলাশয় সংক্রান্তঃনদী-২টি (মাথাভাঙ্গা ও কুমার) খাল -৫টি, বিল -৩টি, পুকুর -১৫০টি, ডোবা-২৫০টি। খেয়াঘাটঃনাই।
১৯। সমাজ সেবা সংক্রান্তঃ
ক) বয়স্ক ভাতাভোগীর সংখ্যাঃ- ৭৫০ টি, খ) বিধাব/স্বামী পরিত্যাক্তা ভাতাভোগীর সংখ্যাঃ- ২২৩ টি,
গ) অস্বচছল প্রতিবন্ধি ভাতাভোগীর সংখ্যাঃ- ৩২০ টি, ঘ)মুক্তিযোদ্ধা সন্মানী ভাতাভোগীর সংখ্যাঃ- ৩৮টি,
ঙ) প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তিঃ- ০৬টি, চ) ক্ষুদ্র ঋণ কার্য্যক্রম (৯টি গ্রাম): - ৫০০টি
ছ) নিবন্ধীত বেসরঃ এতিমখানাঃ- ৩টি, জ) স্বেচছাসেবী প্রতিষ্ঠানঃ-৪টি।
২০। ধর্মীয় প্রতিষ্ঠানঃমসজিদের সংখ্যা -৩৩টি, মক্তবের সংখ্যা -০৯টি, ঈদগাহ -২৭টি, কবস্থান -১২টি, মন্দির -০৩টি, মহাশ্মশান -০২টি।
২১। বিবিধঃ পুলিশ ক্যাম্প -০১টি, ব্যাংক - ০১টি (অগ্রনী ব্যাংক লিঃ), কর্মরত এনজিও’র সংখ্যা -০৭টি, মোবাইল টাওয়ার-০৩টি।
ভি,জি,ডি কার্ড সংখ্যাঃ ৫৫ টি।
২২। চলতি পরিষদের বিবরণঃ
ক) শপথ গ্রহনের তারিখঃ ৩১-০৭-২০১৬ খ্রিঃ
খ) প্রথম সভার তারিখঃ ০৩-০৮-২০১৬ খ্রিঃ
গ) মেয়াদ উত্তীর্ণের তারিখঃ ০৬/০৫/২০২১১৬ খ্রিঃ
২৩। ইউনিয়ন পরিষদ জনবলঃ
চেয়ারম্যান -১জন (নির্বাচীত), সদস্য -১২ জন (নির্বাচীত), সচিব -১জন, কম্পিউটার অপারেটর -১জন,
দফাদার -১জন, মহল্লাদার -৯ জন।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)