Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গাংনী ইউনিয়নের ইতিহাস

গাংনী ইউনিয়নের ইতিহাস

 

 

      ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৮৭৫ সালে প্রথম নদীয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমার অধীনে বর্তমান গাংনী ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে ইউনিয়ন পঞ্চায়েত বলা হত। প্রথম পঞ্চায়েত প্রধানের নাম ছিল বাবু কৃষ্ণ বন্ধু পাল। তিনি বর্তমান মোড়ভাঙ্গা গ্রামের অধিবাসী ছিলেন। যতদূর জানা যায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তি আন্তর্জাতিক ট্রাইবুনালের বিচারপতি ডঃ রাঁধা বিনোদ পালের মাসতুতো ভাই ছিলেন। তিনি শুরু হতে ১৯৪৭ সাল পর্যন্ত একাধারে এই পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তিতে পাকিস্তান শাসনামলে প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। প্রথম  প্রেসিডেন্ট হন মরহুম ফকির মোহাম্মদ। অতঃপর মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা পরবর্তি প্রথম চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন মরহুম শুকুর মোহাম্মদ বিশ্বাস। বর্তমানে ১৩ টি ছোট বড় গ্রাম মিলিয়ে হারদী ইউনিয়ন গঠিত।

 

উল্লেখ্য যে, *১৮৬৯ সালের ১১, নভেম্বর পর্যন্ত হারদী থানা সদর হিসেবে ব্যবহৃত হত।পরবর্তিতে প্রশাসনিক ও যাতায়াতের সুবিধার্থে আলমডাঙ্গা থানা সদরে পরিণত হয়।

তথ্যসূত্র: *কলকাতা গেজেটিয়ার ও প্রবীণ ব্যক্তিদের বিবৃতি।