বিবাহঃ
বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। পরিবার গঠনের একমাত্র উপায় হলো বিবাহ।বিবাহের সামাজিক ও ব্যক্তিগত তাৎর্পয আছে বলেই প্রত্যেক সমাজে নানা প্রকার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহর্কায সম্পাদিত হয়।
বিবাহের সংজ্ঞাঃ
বিবাহ হলো নারী- পুরুষের আইনসিদ্ধভাবে একত্রে বসবাসের উপায়। সাধারণভাবে বলতে গেলে বিবাহ হচ্ছে বয়ঃপ্রাপ্ত পুরুষ ও নারীর মধ্যে একটি চুক্তি ভিত্তিক সম্পর্ক।
বিবাহের বৈজ্ঞানিক সংজ্ঞাঃ
সমাজবিজ্ঞানী ই.আর.গ্রোভস বলেন,‘‘বিবাহ হচ্ছে এমন এক দুঃসাহসিক বন্ধুত্ব যার আইনগত রেজিস্ট্রেশন এবং সামাজিক গোষ্ঠীর সমর্থন রয়েছে। ’’
নৃবিজ্ঞানী ম্যালিনস্কি বলেন, ‘‘বিবাহ হলো সন্তান উৎপাদন ও পালনের একটি চুক্তিপত্র।’’
বিবাহের প্রকারভেদঃ
· মনোগামী বা একক বিবাহ।
· বহু স্ত্রী বিবাহ।
· বিধবা বিবাহ এবং বিপত্নীক বিবাহ।
· ভ্রাতৃ বিধবা বিবাহ।
· শ্যালিকা বিবাহ।
· প্যারালাল ও ক্রসকাজিন বিবাহ।
· অন্তর্বিবাহ ও বহির্বিবাহ।
বাংলাদেশের ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বয়সের সময়সীমা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর।
বাড়াদী ইউনিয়নে বিবাহ রেজিষ্টার ব্যবহার করা হয়।বিবাহ রেজিষ্টার অনুযায়ী বিবাহের তথ্য নিম্নে দেওয়া হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS